সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খরিপ-১ মৌসুমে (২০২২-২৩ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সহ আমন ধানের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার, ধান বীজ ও পেঁয়াজ বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ঐদিন কৃষক কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ
কার্যক্রম উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতাল জুলকার নাইন কবির স্টিভ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, জাতীয় পার্টির উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহবায়ক আবু তাহের ঠিকাদার প্রমুখ।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, এ কর্মসূচির আওতায় ৬২০০ জন কৃষককে উফসি ধানের বীজ ও ২০ কেজি করে সার এবং ১২০০ জনকে পাটের বীজ ও সার প্রণোদনা হিসাবে বিনামূল্যে দেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। পরে কৃষক কৃষাণীর মাঝে রাসায়নিক সার ও বীজ বিনামূল্যে বিতরণ শুরু করেন রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।