Top

নতুন করে ফলাফল প্রকাশের দাবিতে আমরণ অনশন শুরু

১৯ মার্চ, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
নতুন করে ফলাফল প্রকাশের দাবিতে আমরণ অনশন শুরু
রংপুর প্রতিনিধি :

নতুন করে ফলাফল প্রকাশের দাবিতে আমরণ অনশন শুরু করেছে শামীম নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করে। এসময় তার সাথে যোগ দিয়ে সেখানে বিক্ষোভ করে ইংরেজি বিভাগে শিক্ষার্থীরা। এছাড়াও ফেল করা ছাত্রকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করার বিষটিও তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রন দপ্তর ও ইংরেজি বিভাগের একাধিক সূত্রে জানাগেছে, ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম ইসলাম বর্তমানে ৩য় বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত। ১ম বর্ষ ২য় সেমিস্টারে ল্যাব পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু সেই সময়ে প্রকাশিত ফলাফলে তাকে পাশ দেখানো হয়েছে। এতে সেই পরীক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষাও দেয়নি। ৩য় বর্ষ ২য় সেমিস্টারে এসে সেই শিক্ষার্থীর ১মবর্ষে ফেল করার বিষয়টি প্রকাশ পায়। এতে শামীমের সনদপ্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয়। গত বছর ২৫ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪০তম সভার সুপারিশ ও একই বছরের ৩০ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৭তম সভার সিদ্ধান্ত মতে, চার সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধ্যান কমিটি গঠন করা হয়।

তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ৩টি পর্যবেক্ষনে ফলাফল যাচাইকারী উপ- পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকসহ একজন কর্মচারীর অসতর্কতা ও অসাবধানতার কারণ উল্লেখ করা হয় হয়েছে।

তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে গত বছরের ৩১ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪২তম সভার সুপারিশক্রমে ১৫ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯১তম সভার অনুমোদনক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তদন্ত কমিটির আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

প্রশাসনিক জটিলতায় এই সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা অনশন শুরু করেছে। তার দাবি, পরীক্ষার ফলাফল প্রকাশে যে অনিয়ম হয়েছে তা দ্রæত সমাধান করতে হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী শামীম বলেন, ৫ বছর হয়ে গেলো আমি আমার রেজাল্ট পেলাম না। আমার ভবিষ্যত অনিশ্চিত। যখন আমার বন্ধুরা চাকরী করতেছে। আমি বঞ্চনার শিকার হয়েছি। আমি কোনো চাকরিতে আবেদন করতে পারতেছি না। আমাকে ১ম বর্ষের ২য় সেমিস্টার এ প্রোমোটেড দেখিয়েও আজ আমার রেজাল্ট পেলাম না। আমি আমরণ অনশন শুরু করেছি যতক্ষণ রেজাল্ট না পাই আমি এই অনশন চালিয়ে যাবো বলে জানান তিনি।

শেয়ার