Top
সর্বশেষ

কুয়েতে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সেবা

২০ মার্চ, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
কুয়েতে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সেবা
প্রবাস ডেস্ক :

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বহুল কাঙ্ক্ষিত ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের স্বপ্ন পূরণ হতে চলেছে। এ নিয়ে কাজ করছেন বাংলাদেশ থেকে আসা পাসপোর্ট টিমের সদস্যরা। বুধবার (২২ মার্চ) উদ্বোধন হবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম।

রোববার (১৯ মার্চ) কুয়েতে বাংলাদেশ মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়েত প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট। ই-পাসপোর্টে ৫ বছর মেয়াদি এবং ১০ বছর মেয়াদি দুইটাই থাকবে। দুইটার আলাদা আলাদা নির্ধারিত ফি দিয়ে যেটা ইচ্ছা পাসপোর্ট করতে পারবে কুয়েত প্রবাসীরা। পাশাপাশি থাকবে এমআরপি পাসপোর্ট।

কুয়েত প্রবাসী বাদশা মিয়া বলেন, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট হচ্ছে খবরটা আমরা কুয়েত প্রবাসীদের জন্য খুবই আনন্দের। কুয়েতের নিয়মানুযায়ী ভিসা লাগাতে হলে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকা বাধ্যতামূলক। আমাদের পাসপোর্ট মালিকের কাছ থাকে দেশে যাওয়ার আগে অথবা বিশেষ কোনো প্রয়োজন হলে মালিক দেয়।

তিনি বলেন, যে কারণে অনেক সময় ভুলে যাই মেয়াদোত্তীর্ণের তারিখ। তখন পড়তে হতো ভোগান্তিতে। গুনতে হতো প্রতিদিন দুই কুয়েতি দিনার জরিমানা। ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হলে এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে কুয়েত প্রবাসীরা।

শেয়ার