Top
সর্বশেষ

যে ছবির জন্য ওজন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী রানি

২১ মার্চ, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
যে ছবির জন্য ওজন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী রানি
বিনোদন ডেস্ক :

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দুই সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। নরওয়ে চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসের জন্য মায়ের থেকে বিচ্ছিন্ন সন্তানেরা। সত্য গল্প অবলম্বনে তৈরি এই ছবির নাম ভূমিকায় রানির অভিনয় নজর কেড়েছে ইতোমধ্যেই। ছবিতে ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাকে।

মুম্বাই সংবাদ সংস্থার কাছে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানিয়েছেন, ‘মায়ের নিজস্ব সৌন্দর্য থাকে। সেটাই চরিত্রের প্রয়োজনে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। পাঁচ মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করেছি। এই প্রজন্মের মায়েদের কাছে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে আগের মতো হয়ে যাওয়া কঠিন নয় মোটে। তাদের কাছে ডায়েট, জিম, আছে সব ব্যবস্থাই। কিন্তু যে মা বিদেশে থাকেন, চাকরি করেন, একা সন্তান মানুষ করেন, তার জন্য শরীর যৌবনকালের মতো টান টান রাখা বেশ চ্যালেঞ্জিং।’

বাস্তবের মিসেস চ্যাটার্জির জীবনের স্ট্রাগল অনেকটাই। দীর্ঘ তার লড়াইয়ের পথে কখনও তার ওজন বেড়েছে কখনো কম হয়েছে ভীষণ। চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রী রানিকেও সেই একই পথের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অল্প সময়ের মধ্যে ওজন কম বেশি করতে হয়েছে। একটা ভালো ছবির জন্য এই চ্যালেঞ্জ সানন্দে গ্রহণ করেছেন রানি।

শেয়ার