Top
সর্বশেষ

মধ্যরাতে ওই নারী শাকিবের ঘরে কী করছিলেন—প্রশ্ন বুবলীর

২১ মার্চ, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
মধ্যরাতে ওই নারী শাকিবের ঘরে কী করছিলেন—প্রশ্ন বুবলীর
বিনোদন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অ্যানি সাবমেরিন নামে এক প্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া পুলিশের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তার নাম।

ধর্ষণের শিকার শিকার অ্যানি সাবমেরিন নিজে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ করেন। মামলার সাক্ষী হন প্রযোজক রহমত উল্লাহ।

এদিকে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “শুটিং চলাকালীন এত এত অভিযোগ যখন টের পেয়েছিল ওনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেওয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দুপক্ষের কথা শোনা হলো না? ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব খান তার ‘সুপার হিরো’ নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতিই দিতো না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।”

গভীর রাতে শাকিব খানের হোটেল কক্ষে ওই নারী কী করছিলেন—এমন প্রশ্ন তুলে বুবলী জানতে চান, ‘এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে! যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে। কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার খোলা হলো কেন?’

বুবলী মনে করেন, এখনও যদি ‘অপারেশন অগ্নিপথ’ সংশ্লিষ্টরা শাকিব খানের কাছে শিডিউল চায়, সিনেমার কাজ শেষ করতে চায়, তবে সেটি তিনি দেবেন। তার ভাষায়, ‘এখনও যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি (শাকিব খান) অবশ্যই শিডিউল দেবেন। কারণ, সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা না হলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। একজন সফল শিল্পী একদিনে তৈরি হয় না।’

এর আগে শাকিব খানের বিরুদ্ধে গেল ১৫ মার্চ প্রযোজক রহমত উল্ল্যাহ লিখিত আকারে বিস্তর অভিযোগ জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে।

সেই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন শাকিব খান। রহমত উল্ল্যাহকে ভুয়া প্রযোজক দাবি করে তিনি গুলশান থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ তার মামলা নেয়নি। পরে তিনি ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

শেয়ার