Top

ত্বকের যত্নে ব্যবহার করুন পুদিনার তেল

২১ মার্চ, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
ত্বকের যত্নে ব্যবহার করুন পুদিনার তেল
লাইফস্টাইল ডেস্ক :

পুদিনা পাতা দিয়ে শুধু ত্বকের যত্ন নিচ্ছেন? এই গুণগুলির কথা জানলে আরও অনেক কাজেই লাগাবেন। চলুন জেনে নেওয়া যাক …

পুদিনা পাতার তেল অনেকেই ত্বকের যত্ন নিতে ব্যবহার করেন। তবে ত্বকের যত্ন ছাড়াও স্বাস্থ্যের নানা উপকারে লাগে পুদিনা পাতা। কী কী কাজে লাগবে এই তেল?

পেশির ব্যথা কমায়: পেশির ব্যথা কমাতে দারুণ কাজ দেয় পুদিনা পাতার তেল। ঘাড়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা? নিয়মিত এই তেল লাগালে আর কোনও চিন্তা থাকবে না।

অ্যাসিডিটি কমায়: অ্যাসিডের সমস্যা কমাতে সাহায্য করে পুদিনার তেল। এই তেল কয়েক ফোঁটা জলে গুলে খেতে হবে রোজ। তাহলেই দেখবেন, গ্যাসের সমস্যায় আর ভুগছেন না।

শেয়ার