Top
সর্বশেষ

সোনাইমুড়ীতে ছিনতাইকৃত টাকা ও গাড়িসহ গ্রেপ্তার-২

২১ মার্চ, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ছিনতাইকৃত টাকা ও গাড়িসহ গ্রেপ্তার-২
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকার বগাদিয়া এলাকা থেকে সবজি বোঝাইকৃত একটি ট্রাক ও গাড়িতে থাকা লোকজনকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় ওয়াহিন উদ্দিন রানা (৩১) ও রুবেল (৩০) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ট্রাক ও এক লাখ ছচল্লিশ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার বড়খেড়ি গ্রামের ফরিদ বেপারীর ছেলে ওয়াহিন উদ্দিন রানা প্রকাশ কালা মিয়া ও রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের মহি উদ্দিনের ছেলে রুবেল।

পুলিশ জানায়, গত ১৮মার্চ শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মীর বয়ারচর রুহুল আমিন মার্কেট থেকে সবজি বোঝাই করে একটি ট্রাক ঢাকার কাওরান বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সন্ধ্যায় তাদের ট্রাকটি ঢাকা-নোয়াখালী সড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে একটি সিএনজি যোগে কয়েকজন মুখোশধারী ট্রাকটির গতিরোধ করে। ট্রাকটি দূর্ঘটনা ঘটিয়ে এসেছে উল্লেখ্য করে ট্রাকে থাকা চালক হান্নান ও ব্যবসায়ীর কর্মচারি শিপনকে মারধর এবং অস্ত্রে ভয় দেখিয়ে হাত-পা বেধে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল নিয়ে তাদের ছেড়ে দেয় এবং ঘটনাস্থল থেকে ১০টন ঢেঁডশ বোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে চট্টগ্রামের কোতোয়ালী এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত সবজি বিক্রির ১লাখ ৪৬হাজার টাকা ও ট্রাকটি জব্দ করা হয়। এ চক্রের সাথে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার