সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৮৭ বারে ১ লাখ ২৫ হাজার ৩০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৮৯৩ বারে ২ লাখ ১৮ হাজার ৫৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৫৬১ বারে ১ লাখ ৩৫ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৬.৫৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ, ইনট্রাকোর ৫.১১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.৪৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.২১ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস