সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৪ বারে ১ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ব্যাংক এশিয়ার শেয়ার দর আগের দিনের চেয়ে দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪ বারে ৫৯ হাজার ৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৬২ বারে ২৪ লাখ ৬৩ হাজার ৭৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- যমুনা অয়েলের ০.৭১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ০.৬৬ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ০.৫৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ০.৫৪ শতাংশ, এডিএন টেলিকমের ০.৫২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ০.৩৮ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের ০.৩১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস