Top

নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদন্ড

২২ মার্চ, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদন্ড
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ মাদক বিরোধী অভিযানে দুই জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
আটক মাদকসেবী দুইজন ১। মোঃ মুসা মন্ডল (৩৩),পিতা- মোঃ মতিন মন্ডল,সাং-দক্ষিণ জয়দেবপুর, ২। মোঃ আখতারুজ্জামান টেঙ্গু (৪৫), পিতা-মৃত লাল মাহমুদ,সাং- তর্পন ঘাট উভয় থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর।

থানা সূত্রে জানা গেছে, ২২মার্চ বুধবার দুপুর আনুমানিক ১.৩০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ মাসউদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উল্লেখিত দুই জন মাদকসেবীকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯(১) এর গ ভঙ্গের দায়ে একই আইনের এর ৩৬(১)এর ২১ ধারায় ২ জনকে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০(একশত) টাকা করে জরিমানা করেন।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই , মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকব ।

শেয়ার