Top

গোলাপের যত উপকারিতা

২৩ মার্চ, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
গোলাপের যত উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক :

বন্ধুত্ব, ভালোবাসা ও শান্তির প্রতীক গোলাপ ফুল। প্রাচীণকাল থেকেই ত্বকের যতেœ গোলাপ জল, গোলাপের তেল ব্যবহার করা হচ্ছে। এই ফুলের পাপড়িরও আছে বেশ গুণ।

এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল। গোলাপের তেল ত্বকের শুকনো ভাব দূর করে। ত্বকে ভাঁজ ও দাগ দূর করে গোলাপ।

বগলের দুর্গন্ধ দূর করতে গোলাপের জল বিশেষ সহায়তা করে। শীত শেষ হয়ে গরম পড়ে যাচ্ছে। এই সময় পায়ের তালুতে নারকেল তেল, গোলাপের পাপড়ি ও দুধের তৈরি মাস্ক লাগান। এতে শরীর ঠান্ডা থাকবে, পায়ের দুর্গন্ধও দূর হবে। গোলাপ জল দিয়ে গোসল করলে ত্বকের প্রদাহজনিত সমস্যাও অনেকটা কমে যায়।

গোলাপের পাপড়ি আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে নিয়ে তাতে নারকেল তেল মিশিয়ে নিন। গোসলের আগে বা পরে ত্বকে গোলাপের এই তেল মাখলে ত্বকের জেল্লা অনেকটাই বাড়বে।

শেয়ার