সাম্প্রতিক সময়ে নেত্রকোনার কেন্দুয়ায় কেরাম খেলায় দু’পক্ষের তর্কবির্তকের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ।
পরবর্তীতে কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যারামবোর্ড খেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বুধবার রাতে কেন্দুয়া থানার পুলিশ ৯টি ক্যারামবোর্ড জব্দ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার নোয়াদিয়া এলাকায় কেরাম খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কাটাকাটি হয়।পরে দু’পক্ষের লোকজনই সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে সোহেল মিয়া নামে একজন আহত হয়। পরে স্থানীয় লোকজন প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহেল মিয়া কে নিয়ে গেলে, ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গত মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে সোহেল মিয়ার মৃত্যু হয়।