Top
সর্বশেষ

দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামের লক্ষাধিক মুসলমানের রোজা শুরু

২৩ মার্চ, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামের লক্ষাধিক মুসলমানের রোজা শুরু
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান মাসের রোজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন করে আসছেন। সে হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা রাখছেন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারাসহ বিভিন্ন স্থানের অনুসারীরা।

দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এই দরবার শরীফের অনুসারীরা বুধবার তারাবিহ নামাজ আদায় করেন। রাতভর ইবাদাত-বন্দেগী শেষে সেহরী গ্রহণের মাধ্যমের রোজা শুরু করেন।

দরবার সূত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.) এর প্রদর্শিত পথে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের লক্ষাধিক অনুসারী বৃহস্পতিবার প্রথম রোজা পালন করছেন।

এছাড়া বোলায়খালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত, পাকিস্থান, মিয়ারমারসহ বিশ্বের বিভিন্নস্থানে যেখানে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আজ থেকে রোজা রেখেছেন।

বৃহস্পতিবার পবিত্র রোজা পালনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চন্দ্র উদয়ের খবর পেয়ে বৃহস্পতিবার আমাদের প্রথম রোজা শুরু হয়েছে। বুধবার রাতে আমরা তারাবীহ আদায় করেছি।

শেয়ার