সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডশ্বর লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৭৭ বারে ১৭ লাখ ১২ হাজার ২৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৮৪ বারে ১ লাখ ৪১ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১০ বারে ১ লাখ ১৭ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জুট স্পিনার্সের ১.২৩, ওয়াইম্যাক্সের ১.২১,রতনপুর স্টিলের ১.২১, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১.১৭, হাওয়েল টেক্সটাইলসের ১.০৪, মার্কেন্টাইল ব্যাংকের ০.৭২ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ০.৬৮ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস