Top

সাংবাদিকসহ সকলকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে

২৩ মার্চ, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
সাংবাদিকসহ সকলকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ :

চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রহিমুজ্জামান সুমন স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে। শুধু সাংবাদিক নয় রাষ্ট্র বা সমাজের উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যারা কাজ করে যাচ্ছেন সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে বা জনগণের স্বার্থে সততার সহিত কাজ করতে হবে।’

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় আমেরিকা থেকে ভার্চুয়ালীযুক্ত থেকে চিলমারী উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রহিমুজ্জামান সুমন কুড়িগ্রাম-৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) নৌকা প্রতিকের মনোনোয়ন প্রত্যাশী।

তিনি বলেন, কুড়িগ্রাম-৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসনে আমি নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়ন তথা এই অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ করে দেন অর্থাৎ এই আসনে আমাকে নৌকা প্রতিক দেন তাহলে দারিদ্রপীড়িত এ এলাকাকে এগিয়ে নিয়ে যাবো।

আওয়ামীলীগের রাজনীতি তিনি ছাত্র জীবন থেকে করছেন বলে রহিমুজ্জামান সুমন বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীর সাথে জড়িত। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না দলে নাম ভাঙিয়ে একটি টাকাও চাঁদা বাজী করেছি বা খেয়েছি। বরং দলের জন্য নিজে পরিশ্রমের টাকা খরচ করেছি। দল আমাকে কি দিলো সেটা ভাবি না, আমি দল কে কি দিবো সেটাই বড় কথা। মানুষের বিপদে আপদে স্কুল জীবন থেকেই পাশে দাড়িয়েছি। দীর্ঘ এই রাজনৈতিক সময়ে কোথাও গিয়ে চাঁদাবাজী, টেন্ডারবাজী, অবৈধ কোনো কার্যকলাপে জড়িত হইনি। আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। চিলমারীতে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কেউ কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে তাদের বিন্দু পরিমান ছাড় দিতে রাজি নই আমি।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, কুড়িগ্রাম-৪ আসনে যুব সমাজকে নিয়ে আলাদা আলাদা চিন্তা ভাবনা করা হয়েছে। এলাকার কোনো ছেলে মেয়ে যেনো মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেই জন্যে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। যেহেতু রৌমারী সীমান্তবর্তী হওয়ায় মাদকের ভয় থাকাটা স্বাভাবিক। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন ধরে রাখতে পারলে কুড়িগ্রামে মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

চিলমারীকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়ে সুমন বলেন, আমার বেড়ে ওঠা যেহেতু চিলমারীতে তাই এই অঞ্চলকে এগিয়ে নিতে সর্বাত্ক চেষ্টা করে যাবো। আর চিলমারী একটি সম্ভাবনা একটি উপজেলা। এই উপজেলায় বর্তমান সরকারের সু-নজরে নদীবন্দর চালু হচ্ছে। সম্প্রতি বিছিন্ন রৌমারী ও রাজিবপুরের মানুষের যোগাযোগের জন্য জুনে নদী পথে ফেরী চলার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। আর এই আসনে আমাকে নৌকা প্রতিক দিলে অবশ্যই নির্বাচিত হবো। নির্বাচিত হবার পরই এই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা নেয়ার পরিকল্পনা হাতে নিবো । যাতে এখানকার মানুষ কেউ বেকার না থাকে।

তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। সে দিক থেকে আমি একটি অরাজনৈতিক সংগঠন সুমন ফাউন্ডেশন প্রতিষ্ঠিতা করেছি। যার মাধ্যমে আমি রাজনৈতিক অঙ্গন ব্যতিতও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীসহ অনেক জনকে আর্থিক সহযোগীতা করে যাচ্ছি। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি মানুষের ভালোবাসা পেতে কাজ করে যাচ্ছি। এসময় চিলমারী উপজেলার কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার