Top
সর্বশেষ

শুটিংয়ে আহত অক্ষয় কুমার

২৫ মার্চ, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
শুটিংয়ে আহত অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক :

অমিতাভের পর এবার অক্ষয় কুমার। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বলিউডের খিলাড়ি কুমার। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির শুটিং ফ্লোরে ঘটল এই দুর্ঘটনা। এই দৃশ্যে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ।

জানা গেছে, স্কটল্যান্ডে টাইগারের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের। হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে এখন। বডি ডবল ব্যবহার না করার জন্যই বিপদের মুখে পড়েন অক্ষয়।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন ও রামিয়া কৃষ্ণণ।

নব্বইয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, তাতে ভরপুর অ্যাকশন থাকছে। আর সেই অ্যাকশন করতে গিয়েই আহত হলেন খিলাড়ি কুমার।

শেয়ার