Top
সর্বশেষ

প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকার ‘হেনস্থার’ অভিযোগ

০৪ এপ্রিল, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকার ‘হেনস্থার’ অভিযোগ
বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি দুই প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন। গত ২১ মার্চ কলকাতার গলফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন তথা ইম্পার কাছেও দিয়েছেন অভিযোগ। অভিযোগ পত্রে স্বস্তিকা জানিয়েছেন গত এক মাস ধরে তাকে মানসিকভাবে হেনস্থা করছেন তারা। খবর এবিপির।

প্রযোজকদ্বয়ের নাম সন্দীপ সরকার ও অজান্তা সিংহ রায়। ‘শিবপুর’ নামের একটি ছবির প্রযোজনা করছেন তারা। যে ছবির অভিনয়ে আছেন স্বস্তিকাও। অভিযোগের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘চুক্তিপত্রে অজান্তা সিংহের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও একজন প্রযোজক, সেটা তো এখন জানতে পারলাম! বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেইলে হুমকি দিচ্ছেন। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।’

হুমকি দেওয়া হচ্ছে স্বস্তিকা কলকাতার গণমাধ্যমকে বললেন, ‘বলে শেষ করতে পারব না! আমি সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে, মমতা ব্যানার্জির দফতরে আমার নামে অভিযোগ করা হবে, আমেরিকান দূতাবাসে অভিযোগ জানিয়ে আমার ভিসা বন্ধ করা হবে, আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না— এ রকম চলছেই! কিন্তু কেন এসব অভিযোগ, আমি জানি না। আমি নাকি ওদের কাছ থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তা হলে আমার ম্যানেজার রয়েছেন কেন? মুম্বাইতে দিনের পর দিন কাজ করছি। ওখানে তো ‌ম্যানেজারই সবকিছু নিয়ন্ত্রণ করেন।’

স্বস্তিকার দাবি, তার ছবি বিকৃত করে পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছে। সন্দীপ সরকারের এক পরিচিতজন অভিনেত্রীর ইমেইলে ছবির নমুনাও নাকি পাঠিয়েছেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তার পরিচিত এবং আমি নাকি ওকে হেনস্থা করছি। আমি সহযোগিতা না করলে সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়ার কথা বলেছেন।’

অভিযোগের বিষয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। এমন পরিস্থিতিতেও ছবিটির প্রচারে সময় দিতে চান স্বস্তিকা। তিনি বলেন, ‘‘একটা ইমেইল আসার পরই যে আমি অভিযোগ জানিয়েছি, তা কিন্তু নয়। কারণ আমি ছবির পক্ষে। ছবির পোস্টারও আমি সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছি। একজন অভিনেত্রী হিসেবে আমিও চাই যাতে ছবিটা মুক্তি পায়।’

উল্লেখ্য, ‘শিবপুর’ ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। এতে স্বস্তিকার সঙ্গে আছেন পরমব্রত চ্যাটার্জি। আগামী ৫ মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার