Top
সর্বশেষ

ব্যর্থতার জন্য বাবাকে দায়ী করলেন ছেলে

০৪ এপ্রিল, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
ব্যর্থতার জন্য বাবাকে দায়ী করলেন ছেলে
বিনোদন ডেস্ক :

বাবা জনপ্রিয় গায়ক কুমার শানু। ছেলে জান কুমারও সংগীতশিল্পী। তবে বাবার জনপ্রিয়তার আলোতে অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে জান কুমারের প্রতিভা। এমনটাই অভিযোগ কুমার শানুর ছেলে জানের। তবে এখানেই আটকে ছিলেন না জান বরং স্পষ্ট জানিয়েছেন, বাবা কাজের ক্ষেত্রে তাকে একটুও সাহায্য করেন না। আর সেই কারণেই নাকি তার জনপ্রিয় হওয়া হলো না!

কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের ছেলে জান কুমার শানু। জানের যখন ৬ বছর বয়স, তখনই বিচ্ছেদ হয় শানু ও রীতার। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল বিগ বস রিয়্যালিটি শোয়েও। এক সাক্ষাৎকারে জান বলেছিলেন, ‘বাবা আমাকে কাজের ক্ষেত্রে একেবারেই সাহায্য করেননি। বাবার সাহায্য পেলে হয়তো আমি আজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে একজন হতাম। তবে আমার কোনও অভিযোগ নেই, বাবার কাছ থেকে কিছু চাইও না। ঈশ্বরে উপর আমার ভরসা আছে। আমার জন্য উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করে রেখেছেন।’

তবে ছেলে জানের কুমার শানুর প্রতি নানা ক্ষোভ থাকলেও, কুমার শানুর মেয়ে শ্যানন কিন্তু একেবারে তৈরি বলিউডের পর্দা কাঁপাতে। মুক্তি পেয়েছে শ্যাননের প্রথম ছবি ‘চল জিন্দেগি’র ট্রেলার।

শেয়ার