Top
সর্বশেষ

ফের সংগীতা বিজলানির প্রেমে সালমান!

০৪ এপ্রিল, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
ফের সংগীতা বিজলানির প্রেমে সালমান!
বিনোদন ডেস্ক :

পুরোনো চাল ভাতে বাড়ে। আর পুরোনো প্রেম? এর উত্তর সালমান খান ও সংগীতা বিজলানি! ব্যাপারটা একটু খোলাসা করি বরং।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ছবি পোস্ট করেছেন সালমান খান। যে ছবির ক্যাপশনে ইংরেজি শব্দে ‘হে’ লিখেছেন তিনি। ছবি দেখে অনুরাগীরা লক্ষাধিক লাইকে ভরিয়ে দিলেন। তবে সালমানের চোখ গিয়ে ঠেকল এক প্রাক্তন প্রেমিকার কমেন্টেই! হ্যাঁ, সালমানের এই ছবির ক্যাপশনে লেখা ‘হে’র উত্তর দিলেন সংগীতা বিজলানি। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় গুঞ্জন। প্রাক্তনের প্রেমেই ফের নাকি পড়েছেন ভাইজান!

৫৭ বছরের গণ্ডি পেরিয়ে এখনও বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান। তবে বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনও বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল সংগীতা বিজলানির সঙ্গে তো কখনও দীর্ঘদিনের প্রেমিকার হিসেবে উঠে এসেছিল সোমি আলির নাম। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা কিংবা ইউলিয়া, জীবনে প্রেমিকার অভাব হয়নি কখনও। তবে কোনো প্রেমই পরিণতি পাইনি। তবে সালমানের ভালোবাসার জীবনের প্রতি মুহূর্তের আপডেট পেতে বেশ ভালইবাসেন অনুরাগীরা।

শেয়ার