Top

ভোলায় অগ্নিকান্ডে তুলার গোডাউনসহ তিন বসতঘর পুড়ে ছাই

০৪ এপ্রিল, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
ভোলায় অগ্নিকান্ডে তুলার গোডাউনসহ তিন বসতঘর পুড়ে ছাই
ভোলা প্রতিনিধি :

ভোলায় একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে মো. ইব্রাহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে ভোলার শহরের জামিরালতা এলাকার রাঢ়ী বাড়ি সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবুল বারেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার রাত ১০টার দিকে ওই এলাকার আলী হোসেনের তুলার গোডাউনে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউনসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন ইব্রাহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নেভাতে জেলা পুলিশের টিমও কাজ করে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শেয়ার