অটোচালক কামরুল হাসানের লাশ উদ্ধারের ১৮ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটো ও নিহতের মোবাইল ফোন।
মঙ্গলবার দুপুরে নগরীর সেন্ট্রালরোড়স্থ নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩১ মার্চ কামরুল হাসান ইফতার করার পর তার বাড়ি থেকে অটো নিয়ে শহরের উদ্দেশ্যে বের হন। রাতে বাসায় ফিরে না আসায় পরের দিন ১ এপ্রিল তার বাবা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন। এর পর গত সোমবার দুপুরে নগরীর দারোগাড় মোড় নামক এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি কামরুলে বলে তার পরিবারের সদস্যরা সনাক্তকরে। লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর পর পুলিশ তদন্ত নেমে হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় তিন যুবকককে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে লালমনিহাট সদর থানা এলাকা থেকে হত্যাকান্ডের মুল পরিকল্পনাকরী ফাইয়াজ ওরফে ফাইনালকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর নগরীর রামপুরা এলাকা থেকে শাকিল হাসান ও পার্বতীপুর এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, আসামীরা নগরীর নব্দিগঞ্জ এলাকায় বিয়ের কথা বলে কামরুল হাসানের অটোটি ভাড়া করেছিলো। পরে তারা কৌশলে তাকে দারোগার মোড়ে এনে হত্যা করে অটো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।