Top

ইফতারে তৈরি করুন ‘লেমন রাইস’

০৫ এপ্রিল, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
ইফতারে তৈরি করুন ‘লেমন রাইস’
লাইফস্টাইল ডেস্ক :

মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় এর একটা প্রভাব থাকে। এমন দিনে ইফতারে একটু ভিন্নতা আনতে চাইলে রাখতে পারেন লেমন রাইস। ঘরেই বানিয়ে ফেলুন লেমন রাইস। রইল রেসিপি।

উপকরণ: বাসমতি চাল- এক কাপ, তেল: দুই টেবিল চামচ, হিং- এক চিমটি, সরিষা- এক টেবিল চামচ, কারি পাতা- দশটি, শুকনা মরিচ-একটি, লবণ-স্বাদমতো, লেবুর রস- এক টেবিল চামচ, ধনিয়া পাতা- দুই টেবিল চামচ, আদা বাটা- আধা চা চামচ।

প্রণালি: একটি পাত্রে বাসমতি চাল সিদ্ধ করে নামিয়ে রাখুন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এর মধ্যে দিন ফোড়ন হিসেবে দিন সরিষা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন কারি পাতা, আদাবাটা, আস্ত শুকনা মরিচ এবং হিং। এবার একে একে দিয়ে দিন খোসা ছাড়িয়ে রাখা বাদাম, সামান্য হলুদ এবং লবণ। এরপর দিয়ে দিন সিদ্ধ করে রাখা বাসমতি চাল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে লেবুর রস ছড়িয়ে নিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য রেডি লেমন রাইস।

শেয়ার