Top

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

০৫ এপ্রিল, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩  শতাংশ। কোম্পানিটি ৮৪৩ বারে ৫ লাখ ৯৫ হাজার ৪৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ৩৪৬ বারে ৪১ হাজার ৭৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৯৩ বারে ২ লাখ ৯৩ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সি ফুডের ৭.৫০ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৬.৭৩ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৭.৭২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.৮৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.৫০ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.২২ শতাংশ, প্রাণের ৩.৭৬ শতাংশ ও ঢাকা ইন্স্যুরেন্সের ২.৭৭ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার