Top
সর্বশেষ

অর্জুনকে বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন মালাইকা

০৬ এপ্রিল, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ
অর্জুনকে বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন মালাইকা
বিনোদন ডেস্ক :

আর গোপন রাখতে পারলেন না মালাইকা। শেষমেশ প্রকাশ্যে বলে ফেললেন অর্জুনের সঙ্গে বিয়ের কথা। তবে স্পষ্ট নয়, বরং হেঁয়ালি করে মালাইকা জানিয়ে দিলেন, অর্জুনকেই বিয়ে করছেন তিনি!

ঘটনাটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত।’

তবে এর থেকে বেশি আর কিছু বলতে চাননি মালাইকা। অর্জুনের নাম শুনে অবশ্য মুচকি হেসেছে তিনি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা তারা।

এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন মালাইকা-অর্জুন। ভালোবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তবে এবার প্রথমবার বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকা।

শেয়ার