Top
সর্বশেষ

মেয়ের ছবি প্রকাশ করলেন বিপাশা বসু

০৬ এপ্রিল, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ
মেয়ের ছবি প্রকাশ করলেন বিপাশা বসু
বিনোদন ডেস্ক :

গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। নাম রেখেছেন দেবী। মা হওয়ার পর থেকে মেয়ের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিপাশা ও তার অভিনেতা স্বামী করণ সিং গ্রোভার। কবে ছোট্ট দেবীর মুখ দেখা যাবে, প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে মেয়ের মুখ দেখালেন বিপাশা।

বুধবার রাতে মেয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। দেবীর তরফে তারা লিখেছেন, ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’

গোলাপি জামায়, ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা গিয়েছে দেবীকে। শুধু পোস্টের অপেক্ষা বিপাশা-করণের একরত্তিকে ভালোবাসায় ভরিয়েছেন তারকারা। এদিকে অনুরাগীদেরও কমেন্টের বন্যা বয়ে যায়। কারও মনে হয়েছে দেবীকে দেখতে করণ সিং গ্রোভারের মতো, কারোর কথা দেবী এক্কেবারে বিপাশার মতো। অনেকেই বিপাশা কন্যাকে আশীর্বাদ করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ছয় বছর পর বাঙালিকন্যা বিপাশার জীবনে আসে মাতৃত্বের স্বাদ। ২০২২ সালের নভম্বরে ৪৩ বছর বয়সে প্রথমবার মা হন বিপাশা বসু। প্রথমবার বাবা হন করণ সিং গ্রোভার।

শেয়ার