Top
সর্বশেষ

নোয়াখালীতে শেরওয়ানি দোকানে আগুন

০৬ এপ্রিল, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
নোয়াখালীতে শেরওয়ানি দোকানে আগুন
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে একটি শেরওয়ানি ও ভিডিও এডিটিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানে থাকা আনুমানিক ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

বুধবার দিবাগত রাত পৌনে ১২ টায় মাইজদী বড় মসজিদ মোড়ের আর এস ভিডিও এন্ড শেরওয়ানি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত পৌনে ১২ টায় দোকানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে থাকা ক্যামেরা, প্রজেক্টর, শেরওয়ানি, ইভেন্ট ম্যানেজম্যান্ট সামগ্রীসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। আশেপাশের ২ টি দোকানে আগুনের আঁচ লাগলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাতের খবর পাওয়া মাত্রই ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার