Top
সর্বশেষ

অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেতা

০৮ এপ্রিল, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ
অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেতা
বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ভোলা’। এতে রৌনক চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা তরুণ গেহলট।

এর আগেও ‘রুদ্র’ সিনেমায় এক সঙ্গে কাজ করেছিলেন তারা। তবে রৌনক চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ একেবারেই আলাদা বলে জানান তরুণ।

চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনয়শিল্পীদের। তবে এই সিনেমায় অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে ব্যাপক বিপাকে পড়েছিলেন এই অভিনেতা। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ। শুটিং চলাকালীন রাস্তায় বেরোনো মুশকিল হয়ে উঠেছিল অভিনেতার জন্য। মূলত তরুণের দাড়ির কারণেই তার জীবনযাপনে অসুবিধা হচ্ছিলো!

জানা গেছে, ‘ভোলা’ সিনেমায় রৌনক চরিত্রে অভিনয় করাকালীন সাত-আট মাস দাড়ি কামাননি তরুণ। চরিত্রের জন্য চেহারা ফুটিয়ে তুলতেই দাড়ি কামাতে পারেননি তিনি।

তরুণ বলেন, এই চরিত্রটার জন্য অজয় স্যার আমার উপর ভীষণ আস্থা রেখেছিলেন। এটা তারই দৃষ্টিভঙ্গি ছিল। আমি সাত-আট মাস ধরে দাড়ি রেখেছিলাম চরিত্রের দিনযাপনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

এ ছাড়া নির্মাতা অজয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। তরুণের কথায়, অজয় স্যার খুবই পরিশ্রমী। সেটে সবচেয়ে বেশি পরিশ্রমী ব্যক্তি তিনিই। সবার আগে শুটিং ফ্লোরে আসতেন, সবার শেষে যেতেন। আমি ভাবতাম, এই লোকটা আসলে ঘুমায় কখন!

শেয়ার