Top
সর্বশেষ

উর্বশীকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানি ক্রিকেটার

০৮ এপ্রিল, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ
উর্বশীকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানি ক্রিকেটার
বিনোদন ডেস্ক :

ইদানিং অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে সিনেমার থেকে বেশি ক্রিকেটের যোগাযোগ। তবে ক্রিকেট বলা ভুল, বরং ক্রিকেটারদের প্রতিই এখন উর্বশীর মন মজেছে। প্রথম ঋষভ পন্থ। আর এখন তো পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর সঙ্গে নাম জুড়েছে উর্বশীর। তবে শুধু উর্বশী নয়। নাসিমের মনেও উর্বশীর প্রতি প্রেম রয়েছে; তার প্রমাণ সম্প্রতি ভাইরাল হওয়া তার এক সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে আকার ইঙ্গিতে নাসিম বুঝিয়ে দিয়েছেন, পাত্রী রাজি থাকলে তার বিয়ে করতেও আপত্তি নেই।

কয়েকমাস আগেই ভাইরাল হয়েছিল উর্বশী ও নাসিমের ভিডিও। তারপর থেকেই দুজনকে নিয়ে প্রেম গুঞ্জন শুরু। আর এবার তো খোলাখুলিই উর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন নাসিম। সাংবাদ সম্মেলনে নাসিম বলেন, ‘যদি আমি কোনো কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে আমি এখনই বিয়ে করতে রাজি আছি।’

একসময় উর্বশীর ভিডিও নাসিম জানিয়েছিলেন, আমি ওনাকে ঠিক চিনি না। বন্ধুরা ভিডিও পাঠিয়েছিল। আমি আপাতত খেলায় মন দিতে চাই। তাই এসবে পড়তে চাই না। নেটিজেনরা বলছেন, হঠাৎ পুরোনো কথা ভুলে একেবারে বিয়ের প্রস্তাব! অন্যদিকে উর্বশী কিন্তু পুরো বিষয়টা নিয়ে একেবারেই চুপ।

শেয়ার