কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচীতে অংশ নিতে মনপুরা এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
শনিবার বিকালে সে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে উপজেলা পর্যায় অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তিনি দুই দিনের সফরে মনপুরা এসে পৌঁছেছেন।
মনপুরা উপজেলা বিএনপি সূত্রে জানাযায়, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, গ্যাস-বিদ্যূৎ-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশব্যাপি উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচীতে যোগ দিতে তিনি দুই দিনের সফরে মনপুরায় এসে পৌঁছেছেন।