চাঁদপুরে বিপুল পরিমান বিদেশী মদ ও গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সকাল চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠ এলাকা থেকে তাকে আটক করে মডেল খানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা এবং ১৫ টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়।
পরে দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আটক মাদককারবারীকে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
আটক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল শরীয়তপুর জেলার নড়িয়া থানার মোঃ খোকনের ছেলে। বর্তমানে সে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন জানান, শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে সকালে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং ১৫ টি বিদেশী মদের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানার এএসআই তসলিমসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদক ব্যবসায়ী হিমেল জানায়, মাদকগুলো কুমিল্লা জেলা থেকে শরীয়তপুর জেলায় বিক্রয়েরর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানায়, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।