Top
সর্বশেষ

লন্ডনে কার সাথে ঘুরছেন পরিণীতি

০৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ
লন্ডনে কার সাথে ঘুরছেন পরিণীতি
বিনোদন ডেস্ক :

আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই লন্ডনে উড়ে গেলেন পরিণীতি। সঙ্গে সঙ্গে অনুরাগীরা খোঁজ করতে শুরু করলেন এই ভ্রমণে পরিণীতি সঙ্গী কে? অনেকেই ভেবেছিলেন রাঘবই হয়তে সঙ্গে গিয়েছেন। তবে আপাতত, সেই ভাবনায় জল। খবর অনুযায়ী, পরিণীতির সঙ্গে রয়েছেন তার প্রিয় মিমি দিদি, মানে প্রিয়াঙ্কা চোপড়া।

লন্ডন থেকে প্রিয়াঙ্কা ও পরিণীতি দুজনেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবি। সেই ছবি দেখে বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জনকে বেশি পাত্তা না দিয়ে লন্ডনের মাটিতে প্রিয়াঙ্কার সঙ্গে আনন্দে মেতেছেন পরিণীতি।

যত দিন এগোচ্ছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। কিন্তু বলিউড ও রাজনীতির এই নতুন জুটি কিন্তু এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছে। হাজার প্রশ্ন করলেও, বিয়ে নিয়ে তারা কিন্তু কিছুই বলছেন না। তবে ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এপ্রিলেই নাকি বাগদান সেরে ফেলেছেন পরিণীতি ও রাঘব। খবর অনুযায়ী, দিল্লিতেই নাকি হবে বাগদানের অনুষ্ঠান।

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ-কাণ্ড থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

শেয়ার