কুড়িগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্বাভাবিক অগ্নি নির্বাপনের সক্ষমতা থাকলেও বহুতল ভবনের দুর্ঘটনা মোকাবিলা ও উদ্ধার তৎপরতা চালানোর সক্ষমতা নেই। এছাড়াও নদ-নদী বিধৌত এ জেলায় নৌকা ডুবি কিংবা পানিতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোরও নিজস্ব কোনও সক্ষমতা নেই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির। নেই অ্যাস্বুলেন্স সুবিধা। জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত দায়িত্বশীলদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কুড়িগ্রামের ৮ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ভূরুঙ্গামারী উপজেলায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন সম্ভব হয়নি। ওই স্টেশনের জন্য বরাদ্দ গাড়ি ও অন্যান্য যন্ত্রাংশ কুড়িগ্রাম সদর ও রংপুর বিভাগীয় কার্যালয়ে পরে আছে। আর জেলা সদর কিংবা উপজেলা পর্যায়ের কোনও স্টেশনেই ভবনের সিঁড়ি বেয়ে ওঠা ছাড়া বহুতল ভবনে উদ্ধার অভিযান কিংবা অগ্নি নির্বাপনের সক্ষমতা নেই। এমনকি জেলায় প্রায়ই পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও কুড়িগ্রামে ডুবুরির পদ নেই। নৌ দুর্ঘটনা কিংবা পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান চালানোর জন্য রংপুর থেকে ডুবুরি আনতে হয়। ফলে উদ্ধার অভিযান বিলম্বিত হয়। এভাবে বেশিরভাগ ক্ষেত্রে নিখোঁজ ব্যাক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় না।
জেলা ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা বলছেন, স্বাভাবিক ল্যাডার (মই) ছাড়া বহুতল ভবনে উদ্ধার অভিযান চালানোর জন্য টার্ন টেবিল ল্যাডার কুড়িগ্রামে নেই। এছাড়াও বেশিরভাগ ফায়ার স্টেশনে অ্যাম্বুলেন্স বরাদ্দ নেই। দুয়েকটি স্টেশনে অ্যাম্বুলেন্স থাকলেও সেগুলো বিকল হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনগুলোর নতুন ভবন থাকলেও জেলা সদরের ভবনটি জরাজীর্ণ। সদরের ফায়ার স্টেশনটি ২০১৯ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হলেও এর অবকাঠামো এখনও দ্বিতীয় শ্রেণির রয়েছে। পুরাতন ভবনের ছাদ ও ওয়ালের পলেস্তারা খসে পড়েছে। সামান্য বৃষ্টি কিংবা বর্ষাতে এই স্টেশন চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে নানা বিড়ম্বনায় পড়েন এই স্টেশনে কর্মরত ফায়ার ফাইটাররা। এমনকি আবাসিক ব্যারাকও জরাজীর্ণ। ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়।
এই স্টেশনে পানিবাহী ও পাম্পবাহী গাড়ি থাকলেও স্টেশনের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন থেকে বিকল হয়ে পড়ে আছে। শুধু এই ফায়ার স্টেশন নয়, জেলার নাগেশ্বরী উপজেলা স্টেশনের অ্যাম্বুলেন্সও ৪/৫ মাস ধরে বিকল। উলিপুর, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী, রাজীবপুর ও রাজারহাট ফায়ার স্টেশনে কোনও অ্যাম্বুলেন্স নেই।
নাগেশ্বরী ফায়ার স্টেশনের স্টেশন ইন চার্জ ইমন মিয়া বলেন, ‘স্বাভাবিক অগ্নিকান্ড মোকাবিলা করতে সক্ষম হলেও বহুতল ভবনে উঠে উদ্ধার অভিযান চালানোর জন্য কোনও ল্যাডার আমাদের নেই। একটি অ্যাম্বুলেন্স থাকলেও তা দীর্ঘ ৪/৫ মাস ধরে বিকল। তবে যেসব সরঞ্জাম রয়েছে তাতে অগ্নিদূর্ঘটনা মোকাবিলায় কোনও সমস্যা হয় না।’একই কথা জানান উলিপুর ফায়ার স্টেশনের স্টেশন ইন চার্জ আব্বাস আলী। তিনি বলেন, ‘বহুতল ভবনে অগ্নিকান্ড ঘটলে আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হয়। তবে এখন পর্যন্ত যেসব অগ্নি দুর্ঘটনা ঘটেছে তাতে উদ্ধার অভিযানে তেমন কোনও সমস্য হয়নি। শুধু অ্যাম্বুলেন্সের কমতি রয়েছে। আমাদের স্টেশনের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রয়োজন।’
সার্বিক বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আলী আকবর বলেন, ‘কুড়িগ্রামে অফিসার পদে কিছু জনবল সংকট রয়েছে। জেলায় ডুবুরির পদ নেই। ডুবুরির পদ সৃষ্টি এবং নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও জেলার তিনটি পৌরসভা এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা দেওয়া হয়েছে।’