Top
সর্বশেষ

ধুতিকে লুঙ্গি বানিয়ে সমালোচিত সালমান খান

১০ এপ্রিল, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
ধুতিকে লুঙ্গি বানিয়ে সমালোচিত সালমান খান
বিনোদন ডেস্ক :

সালমান খান অভিনীত ‘কিসিকা ভাই কিসি কি জান’ ছবির জন্য দর্শক মুখিয়ে আছেন বলা যেতেই পারে। এই ছবিতে তেলুগু তারকা ভেঙ্কটেশ ও রাম চরণ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছর ঈদে মুক্তির জন্য ইতোমধ্যেই প্রস্তুতি চলছে জোরদার। দিনকয়েক আগে, ‘ইয়েনতাম্মা’ গানটি প্রকাশিত হয়েছে। এটি দর্শকের একটি অংশের কাছ থেকে প্রচুর সমালোচনাও পেয়েছে। গানটিতে ভাইজানকে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে।

গানের সুর করেছেন পায়েল দেব। গেয়েছেন বিশাল দাদলানি ও পায়েল দুজনে। গানটিতে দেখা গিয়েছে সালমান খান, ভেঙ্কটেশ, পূজা হেগড়ে ও রাম চরণকে। সালমান খানের ভক্তরা গানটি পছন্দ করলেও, দক্ষিণের নেটিজেনরা গানটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় সমালোচক প্রশান্ত রানাগস্বামী টুইটে তামিল ভাষায় লুঙ্গি পরিহিত নাচে স্টেপ নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এটা কী ধরনের পদক্ষেপ? তারা ভেষ্টিকে লুঙ্গি বলছে। এবং এর ভিতরে হাত ঢুকিয়ে কিছু অসুস্থ কাজকর্মও করা হচ্ছে। ভীষণই খারাপ এটা। সেখানে বেশ কিছু মানুষ মন্তব্যও করেছেন।

আবার বেশ কয়েকজন প্রশান্তের এই পদক্ষেপের সঙ্গে সহমতও হয়েছেন। একজন নেটাগরিক তামিল ভাষায় লিখেছেন, একদম সত্যি ভাই। আমরা যদি ওদের জিজ্ঞাসা করি, ওরা বলবে আমরা দক্ষিণে লুঙ্গির সংস্কৃতির ওপরই পুরোটা তুলে ধরেছি।

আরও একজন লিখেছেন, লুঙ্গি ও ভেষ্টির মধ্যে পার্থক্য সম্পর্কে বলিউডকে গুরুত্ব সহকারে শিক্ষিত করা উচিত। ভেষ্টি একটি ঐতিহ্যবাহী পোশাক। ঐতিহ্যবাহী পোশাক পরে এই ধরনের অশ্লীল নৃত্য দেখতে সত্যিই বিরক্তি লাগছে।

প্রাক্তন ভারতীয় স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ সালমানের পোশাক দেখে রেগে যান। তার মতে, সালমান ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছেন। টুইটে তিনি লেখেন, এটা অত্যন্ত হাস্যকর এবং পোশাকটা একটি ধুতি, এটা লুঙ্গি নয়।

ফরহাদ সামজি পরিচালিত ছবিটি অজিথ কুমারের তামিল ব্লকবাস্টার ‘ভিরাম’ অবলম্বনে নির্মিত। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল।

শেয়ার