Top

আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিজয়ী

১০ এপ্রিল, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিজয়ী
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১২ টি পদের মধ্যে ৯ টিতেই জয়ী হয়েছে বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কোষাধ্যক্ষ ও দুটি সদস্য পদসহ ৩ টিতে জয়ী হয় আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু সমন্বিত আওয়ামী আইনজীবী পরিষদ।

রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় রাত ৯টায়। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে নির্বাচিত ৯ জন হলেন, সভাপতি- মো. আব্দুল হালিম, সহ সভাপতি- নুরুল ইসলাম, মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক – মো. জয়নাল আবেদীন, সহসাধারণ সম্পাদক- ফজলে আলম, লাইব্রেরি- মো. আয়েজুল ইসলাম, কমনরুম এন্ড কালচারাল- মো. শাহজাহান কবির, সদস্য- আব্দুর রাজ্জাক, মো. রায়হান আলী রায়হান ।

অপরদিক আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু সমন্বিত আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিত ৩ জন হলেন, কোষাধ্যক্ষ- ম.: জামেদুল হক, সদস্য- মো. আশিকুর রহমান ও মো. ফেরদৌস হাসান। নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীগণ নির্বাচিত হওয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন, এ্যাড. ম.: আব্দুল হামিদ, এ্যাড. আশরাফুল হাসান ও এ্যাড. মামুন আলম। নির্বাচনে মোট ২২৩ জন ভোটারের মধ্যে ২১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার