Top

ভোলায় হলুদ সাথে রং মেশানোর অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা

১০ এপ্রিল, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
ভোলায় হলুদ সাথে রং মেশানোর অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা
ভোলা প্রতিনিধি :

ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের গুড়ার সঙ্গে ক্ষতিকর রং মেশানোর অপরাধে একটি মসলার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে সোমবার (১০ এপ্রিল) দুপুরে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভিআইপি মসলা কারখানায় এ জরিমানা করাহয়।

ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে আসন্ন ঈদের বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে রং মিশিয়ে মসলা বাজারের বিক্রির প্রস্তুতির অভিযোগে ভোলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি মসলা কারখানায় অভিযান চালাই।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের গুড়া তৈরি করে ক্ষতিকর রং মেশানো অবস্থায় পাওয়ায় যায়। এ অপরাধে ওই ভিআইপি মসলা কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার