Top
সর্বশেষ

মিটে গেল করণ-কার্তিকের বিবাদ

১২ এপ্রিল, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
মিটে গেল করণ-কার্তিকের বিবাদ
বিনোদন ডেস্ক :

বর্তমান সময়ে বলিউডে নিজের সাম্রাজ্য বিস্তার করেছেন কার্তিক আরিয়ান। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেতা তিনি। এই তরুণ তুর্কির ওপর চোখ বন্ধ করে ভরসা করছেন সব প্রযোজকরাই। ‘ভুলভুলাইয়া-টু’র সাফল্যের পরেই ঘুরে অভিনেতার ক্যারিয়ারের চাকা।

মাত্র কয়েকদিন আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘শেহজাদা’। বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও সিনেপ্রেমীদের কাছে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। এসবের মাঝেই এবার ‘প্যায়ার কা পাঞ্চনামা’ তারকার সঙ্গে গোপন বৈঠক সারলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর।

জানা যাচ্ছে, কোনো ব্যক্তিগত কারণ নয় বরং পেশাদার মিটিং সেরেছেন এই দুই তারকা। অনেকেরই মতে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা দেখেই অতীতের বিবাদ ভুলে যেতে চাইছেন করণ। রোববার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন দুজনেই। অনেকেরই মতে, নতুন কোনো প্রজেক্টে কাজ করার জন্যই হয়ত এই সাক্ষাৎ সেরেছেন তারা। আবার অনেকে মনে করছেন, ‘দোস্তানা-টু’তেই ফিরছেন কার্তিক।

২০২১ সালে পরিচালক করণ জোহরের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। ছবির শুটিং শুরু হয়ে যাওয়া সত্ত্বেও আচমকা ছবি থেকে সরে দাঁড়ান তিনি। সেসময় বলিউডে তাকে নিয়ে উঠেছিল নানান গুঞ্জন। অনেকেই দাবি করেছিলেন পারিশ্রমিকের অংক নিয়ে বনিবনা না হওয়াতেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।

বছরের শুরুতেই এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক। অভিনেতার কথায়, ‘আমাকে বরাবরই বাড়িতে অন্যরকম শিক্ষা দেওয়া হয়েছে। মা শিখিয়েছে যখন দুজনের মধ্যে ঝামেলা হয় যে ছোট ব্যক্তি তাকে প্রকাশ্যে মুখ খুলতে হয় না। টাকার জন্য কোনো ছবিতে কাজ করিনি আমি এমনটা হয়নি। আমি অবশ্যই ভীষণ লোভী কিন্তু সেটা চিত্রনাট্যের জন্য টাকার জন্য নয়।’

ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার পরেও হঠাৎ করেই থমকে যায় কাজ। ২০২১ সালেই ধর্মা প্রোডাকশনের তরফে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, আপাতত পেশাগত কারণে বন্ধ থাকছে এই ছবির শুটিং তবে আগামীতে অবশ্যই ‘দোস্তানা-টু’র কাস্টিং আবার হবে। যদিও দু’বছর কেটে গেলেও এখনও ছবির কাজ এগোয়নি। আর এসবের মাঝে গোপনে বৈঠক সারলেন কার্তিক-করণ।

 

শেয়ার