Top
সর্বশেষ

আরিয়ানের মাদক-কাণ্ড নিয়ে মুখ খুললেন জুহি

১২ এপ্রিল, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
আরিয়ানের মাদক-কাণ্ড নিয়ে মুখ খুললেন জুহি
বিনোদন ডেস্ক :

‘পাঠান’ সিনেমার হাত ধরে কামব্যাক করেই ব্লকবাস্টার হিট দিয়েছেন শাহরুখ খান। তার টিম কলকাতা নাইট রাইডার্স পরপর দারুণ খেল দেখাচ্ছে আইপিএলে। সব মিলিয়ে সময়টা ভাল যাচ্ছে খান পরিবারের। কিন্তু বছর দুই আগে ব্যাপারটা ছিল সম্পূর্ণ বিপরীত। বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জেলবন্দি হওয়ায় ছবির শুটিং মাথায় উঠেছিল কিং খানের। তার চরম দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন জুহি চাওলা। এতদিন পর বিষয়টা নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

২০২১ এর অক্টোবর মাসে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজ থেকে এনসিবির হাতে আটক হন আরিয়ানসহ তার কিছু বন্ধুবান্ধব। পরে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করে ঢোকানো হয় জেলে। বেশ কিছুদিন জেলে কাটানোর পর ছাড়া পান আরিয়ান।

আরিয়ানের মুক্তিতে একটা বড় ভূমিকা ছিল জুহির। এক লক্ষ ভারতীয় টাকার বন্ডে সই করে আরিয়ানকে জেল থেকে বের করেন অভিনেত্রী। অর্থাৎ আরিয়ান টাকাটা দিতে না পারলে আইনিভাবে দায়ী থাকতেন জুহি। পরবর্তীকালে অবশ্য বেকসুর খালাস পেয়ে যান আরিয়ান। এতদিন পর শাহরুখ এবং তার পরিবারকে সাহায্য করা নিয়ে মুখ খুললেন জুহি।

এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তারা কেউই বুঝতে পারেননি এমন কিছু হতে পারে। কিন্তু যখন তার সাহায্য করার একটা সুযোগ চলে আসে তখন সেটাই করা উচিত বলে মনে হয়েছিল জুহি। তার মনে হয়েছিল শাহরুখের পাশে দাঁড়ানো উচিত।

এমনিতে শাহরুখ-জুহির বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন দুজনে। তার মধ্যে রয়েছে ডর, রাজু বন গায়া জেন্টলম্যান, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানির মতো ছবি। একসঙ্গে কলকাতা নাইট রাইডার্স টিম কিনেছেন তিনি। শাহরুখের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে জুহি বলেন, শুনতে অদ্ভুত লাগলেও অভিনেতার সঙ্গে তার খুব বেশি দেখা হয় না। তবুও যখনি দেখা হয় আগের মতোই সময় কাটান তারা।

শেয়ার