Top
সর্বশেষ

২৫ বছরেও শেষ হয়নি সড়কের অপেক্ষা

১২ এপ্রিল, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
২৫ বছরেও শেষ হয়নি সড়কের অপেক্ষা
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকা। চলাচলের জন্য একটি সড়ক থাকলেও তা নষ্ট হয়ে যায় ২৫ বছর আগে। এর পরে আর নির্মিত হয়নি সড়ক। গ্রামের সিংহভাগ কালভার্ট হয়ে গেছে ভরাট। এমন অবস্থায় সারা বছর এ এলাকাটি পানি-কাদায় মেখে থাকে। এমনকি লাশ কবরস্থানে নিতে মাড়াতে হয় পানি আর কাদা দিয়ে।

সবশেষ মঙ্গলবার ভোরে মারা যান খোর্দ্দ গহিরা এলাকার আমিরুজ্জামান (৬০)। দুপুরে তাঁর মরদেহ কাঁধে নিয়ে জানাজা শেষে হাঁটু পানিতে কাদা মাড়িয়ে নিয়ে স্বজনরা এসেছেন কবরস্থানে। একটি সড়কের অভাবে স্বজনের শেষ যাত্রায় পড়তে হয় ভোগান্তিতে।

স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন বলেন, সারা বছর ধরে এখানে কাদা ও পানি থাকে। পানি যাওয়ার জন্য সরকার যে কালভার্টগুলো নির্মাণ করেছে সেগুলো অনেকেই বাড়ি তৈরির সময় ভরাট করে ফেলেছে। ছয়টি পাড়া মহল্লার মানুষের জন্য এই কবরস্থানটি। সাগরের জোয়ারের পানিতে সড়ক নষ্ট হওয়ার পর আর কোনো দিন সড়ক নির্মাণ হয়নি।

তিনি আরও বলেন, প্রায় ২৫ বছর ধরে কবরস্থানে যাওয়ার কোনো সড়ক না থাকায় কষ্টের শেষ নেই এ এলাকার মানুষের। স্বজনদের কবর জেয়ারতে যাওয়ার জন্য পানি-কাদা পেরিয়ে লাশ নিয়ে যেতে হয় কবরস্থানে।

মৃত আমিরুজ্জামানের ছেলে সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বজনেরা যখন মারা যায়, তখনই বোঝা যায় কবরস্থানের প্রয়োজনীয়তা। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা সহযোগিতা করলে এত দুর্ভোগ হতো না। কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্দেশ দিলেও কেন কাজ করছেন না তা আমাদের জানা নেই।’

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ‘পানি ও কাদার ওপর দিয়ে এভাবে লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া অমানবিক। এ কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ১০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এক ঠিকাদার কাজটি পাওয়ার পরও এখনো পর্যন্ত কাজটি করছেন না। আমি ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও এটি সমাধান হয়নি। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী অফিসকে জানিয়েছি।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি ঠিকাদার সড়ক নির্মাণের কাজ শুরু না করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন করে টেন্ডার দেওয়া হবে।

শেয়ার