সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৬১ বারে ৩৮ লাখ ২৯ হাজার ৫৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১০ বারে ২ লাখ ৯০ হাজার ৯৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১২৩ বারে ১ লাখ ৩৩ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ ওয়েলডিংয়ের ২.৯০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২.৬৮ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৫ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৫৮ শতাংশ, উসমানিয়া গ্লাসের ২.৩৫ শতাংশ, বেঙ্গল উইন্ডশ্বরের ২.২৫ শতাংশ এবং বাংলাদেশ অটোকার্সের ১.৭৮ শতাংশ দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস