Top

মাদকদ্রব্যসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২ এপ্রিল, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
মাদকদ্রব্যসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৭১৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

বুধবার রাতে এসআই (নিঃ)/মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর এলাকা থেকে ২৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতে নাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার দক্ষিন আব্দুলপুর মুহুরী পাড়ার মৃত বিষ্ণুপদ রায়ের ছেলে জিতেন চন্দ্র রায় (৩৫)।

গত মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর থানার এসআই (নিঃ)/ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ এর নেতৃত্বে উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের কসাইপাড়া এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার রানীপুর কসাইপাড়ার ছায়েদ আলীর স্ত্রী উম্মে কুলসুম(৪৩)।

আটককৃতরা হলেন- চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর সরকারপাড়ার আলহাজ্ব মোঃ মাহাতাব হোসেনের ছেলে মুরাদ বিন হোসেন ওরফে মিম(৪২) ও পার্বতীপুর উপজেলার হয়রতপুর মন্ডলপাড়ার মোকলেছুর রহমান ছেলে আবু নাঈম(১৯)।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, চিরিরবন্দর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক পৃথক তিনটি অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৭১৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা ও একটি মোটর সাইকেল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উক্ত তিনটি ঘটনায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার