Top
সর্বশেষ

পাহাড় কাটায় চসিক কাউন্সিলর জসিমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১২ এপ্রিল, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
পাহাড় কাটায় চসিক কাউন্সিলর জসিমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি:: :

অনুমতি ছাড়াই পাহাড় কেটে রাস্তা তৈরির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও এক কাউন্সিলরসহ ৭ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে নগরীর আকবর শাহ থানায় বাদী হয়ে এ মামলা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ। পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন- চসিকের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, উপ-প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী ওয়ালী আহমেদ, ঠিকাদার এবি হক ব্রাদার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক, তার স্ত্রী তাকিয়া বেগম, স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও স্থানীয় মোহাম্মদ ইসমাইল।

মামলার এজাহারে বলা হয়, ‘ডেভেলপমেন্ট অব লেইন বাই লেইন ইন আকবরশাহ এরিয়া, ৯ নম্বর নর্থ পাহাড়তলী ওয়ার্ড’ নামে একটি প্রকল্পের আওতায় আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় সড়ক নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সড়কটি নির্মাণের আগে পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। উপরন্তু স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে মোহাম্মদ ইসমাইল পাহাড় কাটছিলেন। পাহাড়াটি স্থানীয় ব্যক্তি মালিকানাধীন অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের।

এর আগে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি ঘটনাস্থলে এনফোর্সমেন্ট পরিচালনা করে পাহাড় কাটার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। পরবর্তীতে গত ৫ জানুয়ারি পাহাড় কাটা বন্ধ করার জন্য অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর ১০ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি শুনানিতে ডাকা হলেও সিটি করপোরেশনের কোনো প্রতিনিধি হাজির হননি। তবে রাস্তা নির্মাণের দরপত্র মোতাবেক ঠিকাদারি প্রতিষ্ঠান এবি হক ব্রাদার্সকে রাস্তা নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়।

সম্প্রতি পাহাড় কাটার সময় শাহজাহান নামের এক এক্সকাভেটর চালককে ৭ দিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে পাহাড় কাটা হচ্ছিল বলে জানান শাহজাহান।

শেয়ার