Top
সর্বশেষ

শুটিং সেটে বিস্ফোরণের খবরটি ভুয়া

১৩ এপ্রিল, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
শুটিং সেটে বিস্ফোরণের খবরটি ভুয়া
বিনোদন ডেস্ক :

কন্নড় ছবির শুটিংয়ে গুরুতর জখম অভিনেতা সঞ্জয় দত্ত। সেটে বোমা ফেটে চোট লেগেছে অভিনেতার চোখ-মুখ ও কনুইয়ে। ঘটনা বেঙ্গালুরুর। বুধবার দিনভর এই খবরে উদ্বেগ ছড়ায় ‘সঞ্জুবাবা’র ভক্তকুলের মধ্যে। কিন্তু রাতে টুইট করে অভিনেতা নিজেই জানালেন, শুটিং সেটে বিস্ফোরণ এবং তার জখম হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। আদপে এ রকম কিছু ঘটেনি।

সঞ্জয় টুইট করে বলেন, সেটে বোমা ফেটে আমার জখম হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু এই খবর ভিত্তিহীন। আমি সকলকে বলছি, এমন কিছুই ঘটেনি। ঈশ্বরের কৃপায়, আমি সম্পূর্ণ সুস্থ এবং ফিট আছি। ‘কেডি’ ছবির শুটিং চলছে এবং ইউনিট নিরাপত্তার ব্যাপারে কোনো খামতি রাখছে না। আমায় নিয়ে এতটা চিন্তা করার জন‌্য সকলকে ধন‌্যবাদ।

‘কেডি’ ছবির মাধ‌্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয়। শুধু কন্নড় নয়, তামিল-তেলুগু-মালয়ালম ও হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। এর আগে দক্ষিণি ‘কেজিএফ: চ‌্যাপ্টার-ওয়ান’ ও ‘কেজিএফ: চ‌্যাপ্টার-টু’ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয়।

শেয়ার