Top
সর্বশেষ

শেরপুরে ঈদ বাজার জমে উঠেছে

১৩ এপ্রিল, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
শেরপুরে ঈদ বাজার জমে উঠেছে
শেরপুর প্রতিনিধি : :

ঈদ সামনে রেখে শেরপুর জেলা শহরের ছোট-বড় সকল বিপণীতে উপঁচে পড়া ভীড়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভীড় ক্রমশই বেড়ে উঠছে।অনেক দোকানীরা ক্রেতাদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। জেলার সদরসহ ৫ উপজেলার অতিরিক্ত লোকসমাগমের কারণে জেলা শহরের নিউমার্কেট,বটতলা মোড়,কলেজ মোড়,থানা মোড়,এসব ব্যস্ততম জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করার পরেও শহরের মার্কেট গুলোতে হেটে চলাই দায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপঁচে পড়া ভীড় লক্ষ করা গেছে।

ঈদুল ফিতরের আগেই পহেলা বৈশাখ, তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকজন বিভিন্ন বিপণী গুলোতে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। পহেলা বৈশাখ কে সামনে রেখে ৫ শত টাকা দামের একটি জামা দোকানীরা দাম হাকিয়ে যাচ্ছে ১ হাজার থেকে ১২ শত টাকা। তবুও কেনাকাটা থেকে দূরে নেই কেউ।যে যেভাবে পারছে জামা-কাপড় কিনে নিয়ে যাচ্ছে। ঈদ ও পহেলা বৈশাখ কে সামনে রেখে প্রতিটি বিপণীর মালিকেরা পর্যাপ্ত পরিমাণের মালামাল মজুত আছে বলে দাবি করেছেন পরিমল বস্ত্রালয়ের মালিক বাবুল সাহা।

অতিরিক্ত দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কাপড় চোপড়ের দাম কিছুটা বেড়ে গেছে।নিন্ম আয়ের মানুষেরাও কেনাকাটায় পিছিয়ে নেই। নিম্ম আয়ের মানুষের জন্য সল্পমূল্যে কেনাকাটার জন্য জেলা শহরের তেরা বাজারে ফুটপাতেও উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।

কেনাকাটায় আসা শেখহাটির মহল্লার বাসীন্দা মো.মিলন মিয়া জানান, তার পরিবারের জামা- কাপড় কেনাকাটার যে বাজেট ছিলো তার চেয়ে দ্বিগুন লেগেছে তবুও কিনতে হয়েছে। নিউমার্কেট শপিং করতে আসা পথচারী মালেকা বেগম জানায়, দ্রব্যমূল্যের উর্দ্দগতি থাকায় এবার ঈদের কাপড়ের দাম একটু বেশী, যেমন গেলো ঈদে যে জামার পিছ ১২ শত টাকায় কিনেছি সেই কাপড় এই ঈদ মার্কেটে কিনতে হচ্ছে ১৮ শত থেকে ২ হাজার টাকায়।

এছাড়াও জামা কাপড়ের পাশাপাশি জুতা,গেঞ্জি, কসমেটিকস, অন্যান্য নিত্যপন্যের দামও বেশ চড়া।অনেকেই জুতা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেক জুতার দোকানে দোকানিরা জুতায় একদাম লেখে রাখার কারণে মধ্য আয়ের মানুষেরা একদামে জুতা কিনতে না পারায় জেলা শহরের পৌর টাউন হল মোড়ের ফুটপাত থেকে একটু কম দামে জুতা কিনতে ভীড় করছে।

শেয়ার