Top
সর্বশেষ

বলিউডের নতুন জুটি কার্তিক-দীপিকা!

১৫ এপ্রিল, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
বলিউডের নতুন জুটি কার্তিক-দীপিকা!
বিনোদন ডেস্ক :

ব্যবসাসফল ‘আশিকি-থ্রি’ ছবিতে নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ান। এ খবর নতুন নয়। তবে এই নতুন ‘আশিকি’তে কার্তিকের সঙ্গে কাকে দেখা যাবে তা নিয়ে নানা গুঞ্জন চলছিল বলিউডের অন্দরে। প্রথমে এসেছিল সারা আলি খানের নাম। সারা নাকি মোটামুটি রাজিই হয়ে গিয়েছিলেন এই ছবিতে কাজ করতে। পরিচালক অনুরাগ বসু ভেবেছিলেন কার্তিক ও সারার রিয়েল লাইফ প্রেমকেই তুলে ধরবেন ছবিতে। তবে আপাতত তা হচ্ছে না। শোনা যাচ্ছে, সারা এই ছবি থেকে সরে এসেছেন। কিন্তু বড় খবর হলো, পরিচালক বলিউডের পর্দায় আনতে চলেছেন একেবারে নতুন জুটি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘আশিকি-থ্রি’ ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে! দীপিকা নাকি ছবির চিত্রনাট্যও পড়ে ফেলেছেন। এমনকি, শোনা যাচ্ছে, ক্যাটরিনার কাছে এই অফারটি গিয়েছে। তবে পরিচালক অনুরাগ চাইছেন দীপিকাকেই এই ছবিতে নিতে।

কার্তিকের কথায়, ‘আশিকি’ ছবি দেখে ও গান শুনেই আমার বড় হওয়া। সেই ছবির তৃতীয়ভাগে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটাই তো অনেক। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ভূষণ কুমার ও মুকেশ ভাটকে ধন্যবাদ। এ ছাড়াও অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটাই সত্যিই ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখতে পারব।

১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’ ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগারওয়াল। সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের সেই ‘আশিকি’ ছবির গান আজও সুপারহিট। সেই নস্টালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি-টু’। এই ছবিতে জুটি বাঁধেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। এটিও বক্স অফিসে ঝড় তোলে। এই ছবির গান সবার কাছে প্রশংসায় পায়। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘শুন রাহা হ্যায় না তু’ সবার কাছেই জনপ্রিয় হয়।

শেয়ার