Top

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

১৫ এপ্রিল, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৭ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর কমেছে ১২ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এডিএন টেলিকমের ৮.৫৬ শতাংশ, বিডি ল্যাম্পের ৮.৪৪ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৯৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭.৫১ শতাংশ, আজিজ পাইপের ৭.৩৩ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৭.০২ এবং আরডি ফুডের ৬.৯৭ শতাংশ দর কমেছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার