Top

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার

১৫ এপ্রিল, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার
রংপুর প্রতিনিধি :

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী শিমু বেগমকে হত্যার দায়ে স্বামী দুলাল মিয়াকে শুক্রবার রাতে জামালপুর জেলার বকশিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা।

গত শনিবার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের মিঠাপুকুর উপজেলার বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সাথে দেড় বছর আগে বিয়ে হয় শিমু বেগমের। বিয়ের সময় যৌতুক হিসেবে মোটরসাইকেল,ঘরের আসবাবপত্র এবং নগদ দুই লক্ষ টাকা প্রদান করেন। এর পর যৌতুক হিসেবে আরো এক লক্ষ টাকার জন্য শিমুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তার স্বামী, শ্বশুড় ও শ্বাশুড়ি।

টাকা না পেয়ে গত ৭ মার্চ শিমুকে স্বামী দুলাল, শাশুড়ি দুলালী বেগম ও শ্বশুড় বাবুল মিয়া গলা টিপে হত্যা করে। ঘটনা ভিন্নখাতে প্রভাহিত করার জন্য নিহতের মুখে কিটনাশক ঢেলে দেয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৭মার্চ রাতে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরেই অভিযুক্তরা আত্মগোপন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১৪ সহযোগীতায় মামলার এক নম্বর আসামী স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শিমুকে গলা টিপে হত্যার কথা স্বীকার করে সে।

শেয়ার