Top
সর্বশেষ

এয়ারগানসহ অস্ত্র চোরাচালান চক্রের সদস্য আটক

১৫ এপ্রিল, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
এয়ারগানসহ অস্ত্র চোরাচালান চক্রের সদস্য আটক
শেরপুর প্রতিনিধি : :

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতে তৈরি ৬ টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক মাসুম বিল্লাহ বুলবুল(৩০) ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ীর সমশ্চুড়া গ্রামের সীমান্ত সড়ক থেকে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে এ বিষয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত সড়কের লাল টেঙর পাহাড়ের সামনে থেকে একটি অটোরিক্সা থেকে ৬টি এয়ারগানসহ বুলবুলকে আটক করে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর একজন এবং অটোরিক্সা চালক পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। বুলবুল এবং তার সহযোগীদের নামে নালিতাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার