জোড়া সুখবর দিলেন দেব। প্রথমে পারিবারিক ছবি ‘প্রধান’-এর নাম ঘোষণা করলেন। পরে প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ফার্স্টলুক।
গত ২৮ জানুয়ারি সকলকে চমকে দিয়ে দেব ঘোষণা করেন, অভিনেতা হিসেবে তার পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। টুইট করে লেখেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য। ছবির বাকি কলাকুশলী এবং পরিচালকের নাম শিগগিরই ঘোষণা করা হবে।”
এরপর খবর রটে যায়, দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু সৃজিত জানিয়ে দেন তিনি দেবের সিনেমাটি পরিচালনা করছেন না। সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিরসা দাশগুপ্ত। শোনা গেছে, ছবিতে অজিতের ভূমিকায় অভিনয় করবেন অম্বরীশ ভট্টাচার্য। সত্যবতী হিসেবে দেখা যেতে পারে রুক্মিণী মৈত্রকে।
পয়লা বৈশাখের ফার্স্টলুক পোস্টারে শুধু ‘ব্যোমকেশ’ দেবকেই দেখা গেছে। একহাতে সাপ আরেক হাতে টর্চ ধরে তীক্ষ্ম চোখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা-প্রযোজক। নেপথ্যে রয়েছে পোড়া বাড়ি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে শ্যাডো ফিল্মস। আর পোস্টারের আবহে ব্যবহার করে হয়েছে ‘সত্যান্বেষী ব্যোম ব্যোম’ গান।