Top
সর্বশেষ

প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন পাকিস্তানি অভিনেতা

১৬ এপ্রিল, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন পাকিস্তানি অভিনেতা
বিনোদন ডেস্ক :

পাকিস্তানি পরিচালককে দক্ষিণ এশীয় বলায় পাকিস্তানি অভিনেতার কটাক্ষের শিকার হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আদনান সিদ্দিকি টুইটারে প্রিয়াঙ্কাকে লিখলেন, আপনার জেনারেল নলেজটা একটু বাড়িয়ে নিন!

আসলে স্টার ওয়ার্সের নতুন ছবির পরিচালক শারমিন ওবাইদ চিনয়কে টুইটারে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লেখেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। স্টার ওয়ার্স ছবির প্রথম নারী পরিচালক শারমিন এবং তিনি দক্ষিণ এশীয়।

বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে।

অন্তত ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে গিয়েই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন।

শেয়ার