Top
সর্বশেষ

প্রাক্তন প্রেমিকাদের ভুলতে পারবেন না শাহিদ

১৭ এপ্রিল, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
প্রাক্তন প্রেমিকাদের ভুলতে পারবেন না শাহিদ
বিনোদন ডেস্ক :

নিজের সম্পর্ক নিয়ে চিরকালই খোলামেলা শাহিদ কাপুর। মিরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের পিক টাইমে সম্পর্কে ছিলেন কারিনা কাপুর খানের সঙ্গে। তারপরে বেশ কিছুদিন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও নাম জড়িয়েছে অভিনেতার।

সম্প্রতি ২০১৯ সালে ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে নিজের প্রাক্তনদের বিষয়ে মুখ খুলেছেন শাহিদ। শুধু তাই নয় কখনও মন থেকে মোছা সম্ভব নয় প্রাক্তনদের, এমনও জানান অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্যতে শাহিদকে তার প্রাক্তনদের সম্পর্কে প্রশ্ন করেছেন করণ।

করণ জিজ্ঞাসা করেছেন, তুমি কি কারিনা ও প্রিয়াঙ্কাকে তোমার স্মৃতি থেকে মুছে ফেলেছ? উত্তরে শাহিদ বলেন, ‘আমি কখনও ওদের স্মৃতি থেকে মুছে ফেলতে পারব না। তবে হ্যাঁ, আমার অনেক খারাপ স্মৃতিও আছে, তবে আমি অতীতের বেশির ভাগটাই ভুলে গিয়েছি।’

এরপর করণ তাকে জিজ্ঞাসা করেন, যদি প্রিয়াঙ্কা ও কারিনার মধ্যে কারও স্মৃতি মুছে ফেলতে হয় তুমি কার স্মৃতি মুছবে? উত্তরে শাহিদ বলেন, ‘আমি কারও স্মৃতিই মুছে ফেলতে চাই না। কারিনার সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কার সঙ্গে অনেক কম দিন ছিলাম। কিন্তু আমি মনে করি পুরোনো অভিজ্ঞতা না থাকলে আমি কখনও আজকের আমি হতে পারতাম না। তাই আমি কোনো স্মৃতিই মুছে ফেলতে চাই না। কারণ পুরোনো স্মৃতি আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

শেয়ার